মানুষ আল্লাহকে ভয় কর (২৭৫০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০১-২০২৫ ইং
=================
হায়রে মানুষ, ক্ষমতার এত্ত বাহদূরী কেন?
সকল ক্ষমতার মালিক মহান সৃষ্টি কর্তা।
ক্ষমতাধর সৃষ্টিকর্তা এক সেকেন্ডের মধ্যে
রাজা কে ফকির,ফকির কে বাদশা বানাতে পারে।
ধন সম্পত্তির দেয়ার মালিক মহান একাছত্র আল্লাহ,
সম্পদ কেড়ে নেয়ার মালিক ওই মহান সৃষ্টিকর্তা।
হায়রে মানুষ তোমাদের কাহারও মনে মৃত্যুর ভয় নেই
এই নতুন রঙিন ইহ কালের জীবন শুধু ক্ষণিকের
পরকালের জীবন অসীম অনাদিকাল কেয়ামত পর্যন্ত।
কোন ধর্ম বর্ন গোত্র, মানুষকে ছোট করার অধিকার নেই,
গৃহে, সমাজে দেশে বিশ্বে সুখশান্তি ফিরিয়ে আনতে হলে
দয়া,মায়া,ও মানবিক গুন মনুষ্যত্বের পরিচয় দিতে হবে,
লোভ লালসা ত্যাগ করে সৃষ্টির রঙে রঙিন হতে হবে।