মানব রূপী দানব(২৪৮৯ তম)      
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
২৮-০৪-২০২৪ ইং
====================                                    
সৎ মানুষের মুখোশ পড়ে দানবের বাস
শয়তানের অত্যাচারে রুদ্ধ মানুষের শ্বাস।
মানবের কথার সাথে নেই যে কাজের মিল
কালো হয়েছে জগতটা নেই আকাশটা নীল।
অসৎ পথে সুখটা কেড়ে করে শুধু আরাম
সৎ পথে চলতে কষ্ট, পাবে না সঠিক দাম।
ওবা কোবার তান্ডবে পরছে সুখ শান্তি ঢাকা
ভয়টা মনে হানা দিয়ে থামালো জীবন চাকা।
ভয় আতংকে কাটছে এখন রঙিন সব দিন
গ্রাস করছে মানব দানব বাঁচার আশা ক্ষীন।
দানবের তান্ডবে হচ্ছে স্বপ্ন ভেঙ্গে চুরমার
হিংসার আগুনে পুড়ে হয় জীবনটা ছারকার।
এই সময়ে নেই নিরাপদে দেশের সব জনগন
মানুষরূপী দানবেরা লুটছে জনগনের ধন।
ওদের নেই মায়া নেই দয়া নেই যে মানবিকতা
ওদের পাষান মনের কোনে নেই আন্তরিকতা।
মধুর কথায় ভরায় মন ওদের বিষ যে অন্তরে
ভালোবেসে কাছে বসে সু্যোগে ছুরি মারে।
মুখোশের আড়ালে চিনো ওদের আসল রূপ
প্রতিবাদ করো অস্ত্র ধরো থেকো না নিশ্চুপ।
দানব মানব থাকতে পারে না মিলে একসাথে
ধ্বংস যজ্ঞ চালানের জন্য অস্র দানবের হাতে।
বাঁচাও সৃষ্টি , বাঁচাও ধরার সকল অমুল্য সম্পদ
কঠোর হস্তে মুখোশ পড়া দানবেরে করো বধ।