মানবতা আস্তাকুঁড়ে (২৬৭২ তকম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-১১-২০২৪ ইং তাং
====================[
মানবতা আজ মরে গেছে সমাজ দেশ থেকে
নিজের স্বার্থ রক্ষা করে নৈতিকতা রেখে,
অন্যের চিন্তা কেউ করেনা আপন স্বার্থ ত্যাগে
স্বাধীন দেশটা রসাতলে হিংসা রেগেমেঘে।
লোভটা আজ যেতে চায় না মনে বাঁধছে বাসা
সুখের তরে জীবন কাটবে মনের মাঝে আশা।
অপকর্মের কালো থাবায় দেশটা যাচ্ছে জুড়ে
নিজ স্বার্থ আদায় করতে বিষমাখা তীর ছুড়ে।
মানবতা আর উদারতা মন থেকে চাপা কবর
লোভের বশিভূত হয়ে,আজ মানবতা বেখবর।
সবে নিজের স্বার্থে মত্ত থাকে খোলা চোখ অন্ধ
সমাজ দেশের ক্ষতি করে বাধায় কত যে দ্বন্ধ।
কেউ স্বার্থটাকে বড় করে কাটিয়ে দেয় যে বেলা
নিজের স্বার্থ চরিতার্থ করে মায়া যাদুর খেলা।
বিশাল বিশাল বাড়ি গাড়ি করে ভাবে সুখে রবে
বিধির বিধান লঙ্ঘন করে কি শাস্তি পাবে তবে?
বিপদ আসলে চতুরদিক হতে হাটার পথ বন্ধ
যৌবনের ওই চোখ হারিয়ে জীবন হবে অন্ধ।
মানবতার দ্বার উম্মুক্ত করে মনটা শুদ্ধ করো
শান্তির পরশ বিলিয়ে দিয়ে মহৎ জীবন গড়ো।