মানবের মিলন মেলা (২৪৯৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০৫-২০২৪ ইং তাং
======================
আমি নই তো দামি মানুষ
আমার এই তো পরিচয়,
আমার সততা আর মানবতা
সম্বল,আমার নেই যে ভয়।

আত্মীয় মানি সবার জানি
গাঁয়ের সবখানে মোর ঘর,
গাঁয়ের সবাই আমার ভাই
ধরায় নেই তো শত্রু পর।

আপন মনে সবারই সনে
সহোদরের মত মেলামেশা,
সুন্দর ভুমে সুখ শান্তিতে
সবে থাকুক আমার আশা।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়,রে
যে যার আপন মতাদর্শে,
সামান্য স্বার্থে কেন রে যাই
হিংসা বিভেদের সংঘর্ষে।

স্বার্থ ভুলে কাধে কাধ মিলে
যাই সবাকে ভালোবেসে,
ওই মানবতা আর উদরতায়
উঠবে সুন্দর জগৎ হেসে।

থাকতে টিকে ধরার বুকে
আমার যতদিন এই প্রাণ,
দিবস যামি গাইবো আমি
মানবের তরে মিলন গান।