মানব জন্ম (২৩৪৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-১২-২০২৩ ইং
****************
শুষ্ক মাটির ন্যায় মাটি থেকে
মানবের জন্ম থেকে থেকে,
তা থেকে কত জন্ম বীজ?
তারাই আজ এই সংসারের
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ কৃষ্টি করে
তারাই আসল নকল চীজ।
যে যত যেই বলুক চামার
বাম পাজরে জন্ম আমার,
দেহে সব জায়গাতে লাল,
ওরা মানুক আর নাই মানুক
সারা পৃথিবীর লোকে জানুক
সেই আমার আগের কাল।