মানব জীবন কেমন? (২৫৬১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০৭-২০২৪ ইং তারিখ
==================
কেন মানব জীবন নদীর স্রোতের মত হবে?
কেন পাখ-পাখালির সাথে তুলনাই বা হবে?
কেন রঙ বিরঙের সুগন্ধি ফুলের মত হবে?
মানুষ তো সৃষ্টির সেরা জীব, মানব জন্ম আমার
আমি তো নদীর ঘোলা জলের মত হতে চাইনা,
চাইনা নানা প্রজাতির পাখির মত হতে, এমন কি
রোদ বৃষ্টির মত হওয়ার কোন আগ্রহ নেই।
আমার একটাই ইচ্ছা আমি মানুষের মত মানুষ হতে চাই
কিন্তু এই স্বার্থপর পৃথিবী মায়ায় লোভের বশিভূত হয়ে
কিছুতেই পেরে উঠতে পারছি না।
ভালো মানুষের সংজ্ঞা জানা থাকলে তাকে আয়ত্ব করে
সেই পথে হেটে মানুষ হতাম, জীবের প্রেমে পরতাম।
আমার জানা নেই, যদি জানতে পারতাম কিভাবে ভালো
মানুষ হওয়া যায় ,জগত মাঝে খেয়ে পরে মাথা গোঁজা যায়।
কেন মানব জীবন নদীর স্রোতের মত হবে?
কেন পাখ-পাখালির সাথে তুলনাই বা হবে?
কেন রঙ বিরঙের সুগন্ধি ফুলের মত হবে?
মানুষ তো সৃষ্টির সেরা জীব, মানব জন্ম আমার
আমি তো নদীর ঘোলা জলের মত হতে চাইনা,
চাইনা নানা প্রজাতির পাখির মত হতে, এমন কি
রোদ বৃষ্টির মত হওয়ার কোন আগ্রহ নেই।
আমি ভালো মানুষ হতে চাই,তুমি কি জানো
পৃথিবীর বুকে সেবক মানুষ হয়ে কিভাবে মানুষের
মত মানুষ হয়ে বাঁচা যায়?