মান-সম্মান (২৩৭৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০১-৩০২৪ ইং
+++++++++++++++++++
সম্মান নিয়ে থেমে থাকলে
কত হইতো ভালো?
দূর্বল মনে ইজ্জতের তরীতে
কেন যে খেলা খেলো।
তুমি বিত্তভিটা সব হারাইবে
ইজ্জত নিয়ে টানাটানি,
ব্যর্থতার ওই কালো বদনটি
ভাই হয় যদি জানাজানি।
কেমনে তুমি মুখ দেখাইবে
ধরায় যদি হেরে যাও,
অনুসরিরা ও কোথায় যাবে?
সেই উপদেশ তুমি দাও।
যার সুনি সে চোখে দেখে না
লোভের মোহে পরছে,
জন সাধারণ এই সুযোগটায়
ঘোলা পানিতে মাছ ধরছে।
লোভে পাপ পাপেই যে মৃত্যু
প্রবাদের কথাটা খাঁটি,
আশার পিছনে ঘুরতে ঘুরতে
ঔ ছোবরার আঁটি চাটি।