মামুলি ব্যাপার (২৬১৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০৯-২০২৪ ইং
================
ধোলাই নাকি মামুলি ব্যাপার
দেশে অহরহ চলছে,
একথা নাকি জ্ঞানীদের ওরা
অন্তরীক্ষে ই বলছে।
জোর করে পদত্যাগ করাইয়া
আনন্দ ফৃর্তি করছে,
পদত্যাগ পত্রে স্বাক্ষর না দিলে
কিল,চড়,থাপ্পর মারছে।
কোটা আন্দোলনের প্রভাবটা
প্রধানের মাথে চাপে কেন,
অন্যান্য শিক্ষকেরা যারা আছে
পিছনে ইন্ধন দিচ্ছে যেন।
মারছে চার ছক্কায় ব্যাটিং বল
উইকেটের পর উইকেট,
পিছনের সব মাংস পেশিগুলো
এক্কেবারে 'সব বডিডেট।
নারীদেরকেও জোর পুর্বক করে
ছক্কায় উইকেটের চেষ্টা,
পালিয়ে কেহ রেহাই পায় না যে
মিটাচ্ছে পুরানো রেশটা।