মাঘের শীতের কাঁপন (২৭৭১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০২-২০২৫ ইং
******-------------*********
মাঘের শীতের কাপন,বারো মাসে আসে একবার
নাকি মাঘ আসিলেই এমন শীতে কাঁপে বার বার।
বুড়ারা কাঁপে বুড়িরা কাঁপে,কাঁপে শিশুসহ দেশ
মাঘের শীত নয়রে বেশী কাহারো উপর যে রেশ।
এ শীতে কেউবা কাঁপে দিনের বেলা কেউবা রাতে
কাঁপন যদি শুরু হয় দেশে, কেউ থাকে না সাথে।
কাঁপন রক্ষায় আগুন জ্বালায় ঘরবাড়ি ও পুড়ে
কেউবা আবার আগুন জ্বালায় বাড়ি বাড়ি ঘুরে।
কেউবা ভাবছে ঘর আটকিয়ে শীত ফিরান যায়
কেমন করে এমন কৌশল,ডুকলো ওদের মাথায়।
এই শীতে নেতানেত্রী সবাই কাঁপে,কাঁপে সাধারণ
শীতে প্রাণীকুল সব কাঁপে,কাঁপে জড়বস্তু গৃহায়ণ।
ভয়ে আকাশ বাতাস থরে কাঁপে,কাঁপে বধুর মন
হিংসার আগুনে পুড়তে, কাপতে লাগে কতক্ষণ।
বৈরী হাওয়া করলে ধাওয়া,মানুষ কাঁপে দিনরাত্র
এই কাঁপনে ছুঁইছে নিরাপরাধীর শুষ্ক গরম গাত্র।