মাফ করে দিও (২৮১৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০৩-২০২৫
===================
শয়তানের ওই ধোকায় পইরা
জীবনে করছি কত পাপ,
আল্লাহ রমজানের উছিলা দিয়া
আমায় কইরা দিও মাফ।

কলেমা,নামাজ,রোজা হজ্জ যাকাত
তুমি কবুল করে নিও,
ইহার উছিলায় পরকালে গুনা মাফে
তুমি ইহার জাজা দিও।

হঠাৎ মা- বাবা আমার চলে গেছে
ইয়াতিম কইরা দুনিয়ায়,
তাদের জন্য দোয়া খায়ের করছি
প্রভু যেন বেহেস্ত স্থান দেয়।

তুমি মাফ করে দিলে ক্ষতি নাই যে
তুমি তো রহমানির রহিম,
তোমার কাছে করুনা করার মত
মন মানসিকতা অসীম।