মাধুর্য (২৬৪৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-১০-২০২৪ ইং
******************
শিক্ষিত লোকের আচরণে মাধুর্য থাকা চাই
আপনি যাকে কটুক্তি করেন সেতো দিনের ভাই।
শিক্ষিত হয়ে রূঢ় ভাষা আপনার মানায় না
কেন লজ্জা দেয়ার জন্য বলবেন তাকে যা তা?
আপনি মানুষ সেও মানুষ পার্থক্য একটাই
সে মুর্খ আপনি শিক্ষিত তার ভিন্নতা থাকা চাই।
ভেবেছেন কি কটুক্তি করে বড় হয়ে গেছেন
লজ্জা দিয়ে আপনার মেধা কোথায় নিয়েছেন?
শিক্ষিত হয়ে এ সমাজে কাকে হেও করলেন
ভেবে দেখুন সে ছোট নয় আপনি ছোট হলেন।
জ্ঞানী গুনীর কথায় কাছে মাধুর্য থাকা চাই
তা না হলে উভয়ের মধ্যে কেমনে বিবাদ মিটাই।
বন্ধু,লোক লজ্জা দিয়ে,কি সুখটা যে পেলেন
ভালো হত তারে ডেকে গোপনে বলে দিতেন।