মা তুমি কেমন আছো? (২২৬৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০৯-২০২৩
********-*******-**-*****
সকাল হলে সূর্যের আলো ছড়ায় নিজের মত
আমার মা জননী বেঁচে নেই আট বছর গত।
চোখে ভাসে শব দেহ ওই বিছানায় শুয়ে রাখা
মা তুমি কি আর ফিরবে না থাকতে হবে একা।
মা,ধরাধরি করে সবাই মিলে নিলো খাটে করে
সন্ধা হলে সবাই আসে শুধু মা আসে না ঘরে।
মা আমার ঘরে নেই তাই সবকিছু যে লণ্ডভণ্ড
বাবাও নেই তুমিও নেই তাই মন যে খণ্ডবিখণ্ড।
বাবাও গেলো মাও গেলো এতিম করে সেদিন
বুকের মাঝ্ব বিরহের কান্না বাজে যে প্রতিদিন।
ওমা,কবরে শুয়ে হৃদয়ের কষ্ট শুনতে কি পাও?
মাতৃহারা ছেলের বুকের কান্ন,পারলে দেখে যাও।
তোমার শূন্যতায় বোনটি কাঁদে চৌচির পোড়ামন
কি খায় কি পরে আমি ছাড়া কেউ নেই আপনজন।
ক্ষণে -ক্ষণে শয়নে স্বপনে ভাসে মায়ের হাসি মুখ
বাবা-মা হারানোর বেদনায় ছলছল করে দু,চোখ।
ভাদ্র মাসে চলে গিয়েছো সে স্মৃতি মনে পড়ে রোজ
ভুলে যাওয়ার কোণ উপায় আছে করি তাহা খোঁজ।
নামাজান্তে দোয়া করি তোমারা পরপারে সুখে থাকো
আমি ছেলে কেমন আছি ধরায় পারলে চেয়ে দেখো।