মা তোমাকে খুঁজি (২৪৫৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০৩-২০২৪ ইং
=================
সাত সমুদ্র তেরো নদী
পাড়ি দিয়ে হলেও যদি,
পেতাম মায়ের খোঁজ
ভাসিয়ে নাও অশ্রুজলে
পাড়ি দিতাম মনের পালে
এমন চিন্তা ভাবনা রোজ।
সব সন্তানেরা মায়ের হাসি
ভোগ করেছে রাশি রাশি,
তখন আমার ঘরটি খালি
চাঁদের দেশের তাঁরা হয়ে
তথায় লুকোচুরি খেলছে গিয়ে
হন্যেহয়ে খুঁজি চাঁদের অলিগলি।
যখন মা আমার অতি কাছে
ভাবি নি যে হারাই পিছে
হয়নি মাকে মহাসুখে রাখা
হায়!তাই আমার মা অভিমানে
হারিয়ে গেলো কোন সে বনে?
তাই দেওনা আমায় দেখা।
কত দামী মা রইলে পাশে?
দেওনা শ্রদ্ধা ভালোবেসে
শুধু হালিয়ে গেলে খোঁজে
আমার মন এমন হতভাগা
পায়না বুঝে মা যে রাজা
মা যে সেরা বিশ্বের মাঝে।
রচনা কাল:-২০-০৩-২০২৪ ইং
নিজ বাস ভবন মনসাতলী