লুইট্টা পুইট্টা(২৪৯৪ তম )
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০৫-২০২৪ ইং
==================
রক্তের দামে কেনা দেশটায়
খাচ্ছে সবাই লুটেপুটে,
ইঁচরে পাকা পাতি নেতারা
খাচ্ছে সবে একজোটে।
স্বাধীন দেশের প্রতি কেহর
আর নেই রক্তের টান,
একটু খানি উন্নায়নের জন্য
ভন্ডের কাঁদে না প্রাণ।
রাস্তা সেতু কাবিখার কাজে
ঘুষের নামে ডোনেশন,
রড়ের পরিবর্তে বাঁশ দিয়ে
করছে দেশের উন্নয়ন।
দেশের উন্নতির লক্ষন নেই
সবাই খোঁজে ইন্টারেস্ট,
ধনী গরীবের ধন মেরে খায়
মনের মাঝে পায় টেস্ট।
দেশটা যে জীবনের মাধ্যেমে
কেনা ভুলে গেছে সবাই,
দেশটা যে বীর শহীদের ভিটা
কেমন করে তাহা সুধাই।
মঘের মুল্লুক ভেবে দেশটাকে
নেতারা থাবা মেরে খাচ্ছে,
দেশের সম্পাদ পাচার করে কেউ
ওই বিদেশি ব্যাংক ভরছে।
সেদিনের জাতির পিতার কথন
গুলো যাচ্ছে সবই মিলে,
চোর ভন্ড বাটপারের দলগুলো
হাসে মূলে খাচ্ছে গিলে।