লোভের স্বপ্নে (২৪৬২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩১-০৩-২০২৪ ইং
======================
আমও গেলো ছালাও গেলো
কোটিপতি হওয়ার স্বপ্নে,
উচ্চাকাঙ্ক্ষা ছিল মনের মাঝে
জুয়ায় গেল সব গোপনে।

যাহা ছিল সব গেল নদীর জলে
বেশ্যাপাড়ায় যাতায়াত করে,
রাগ করে বউ গেল পিত্রালয়ে
স্বামীর খারাপ নেশার তরে।

নাছর বান্দা কোন কথা শুনেনা
তাই পাগল মত্ত্ব মদের নিসা,
তার নগদ ফুরালো বাকী ফুরালো
শেষে পায় না পথের দিশা।

সে চরিত্রহীন লম্পট জোচ্চর রুপে
এলাকাবাসীরা করছে কটুক্তি,
তাই আপসোস হৃদে অশ্রু ঝরছে
কোটিপতির স্বপ্ন পায়নি মুক্তি।