লোভ ও লাভ (২৭৭২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০২-২০২৫ ইং
======================
কাজ হলেই লাভের উৎস
সদা মনে শান্তি পায়,
মান সম্মানের ভয় নাই যে
প্রভুকে করে না ভয়।
যে মানুষকে ভয় করে না
তার লজ্জা শরম নাই,
সমাজের সুধী জনকেও
বন্ধু ভয় করে না তাই।
লজ্জা তো ঈমানের অঙ্গ
মানসম্মান তার ভূষণ,
সঙ্গ দোষে লোহা যে ভাসে
মন্দের অভ্যাস কুজন।
বিজ্ঞ কেমনে অনবিজ্ঞের
কাজ করে সদা অহরহ ,
তার শরীরে হিংসার রক্ত
সর্বদা করে যে প্রবাহ।
লাভ ছাড়া যে বোঝে না
কিছু,সে যে স্বার্থপর,
ক্ষমতা তার বড় চালান
নেই জবাবদিহি তার।