লড়াই (২২৯৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-১০-২০২৩ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বাঘে মহিষের লড়াই চলছে
নল খাগড়া পিষে শেষ,
আমজনতা কোথায় যাইবে
কোন পথে হাটছে দেশ?
বাঘের দলের সকল সঙ্গীরা
যুদ্ধে যোগান দিচ্ছে পিছে,
মহিষের যত সংগবঙ্গ আছে
বলছে পরিকল্পনা যে মিছে।
ওই সাধারনের ঘুম যে হারাম
যুদ্ধের ঝন ঝনানি দেখে,
দোয়েল,কোয়েল ময়না টিয়ে
তোদের থেকে কি শেখে?
হিমসিম খাচ্ছে সিংহ মামায়
চতুর শেয়াল পরছে ফাঁদে,
এই পরিবেশ দেখে খরগোশ
হরিন অন্যদের নিয়ে কাঁদে।
বাঘ মহিষ কেহর কথা শুনেনা
হায় সিংহ মহাশয় তাই চুপ!
নাক জাগানো কুমির হস্তিরা
অবস্থা দেখে দিচ্ছে ডুব।