লক্ষ্যমাত্রা (২৩৭৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০১-২০২৪ ইং
***********************
লক্ষ্যমাত্রা ভুলের সীমানায়
দু:খের মাঝে সুখের হাসি,
ভালোবাসার লক্ষ্যমাত্রায়
আজ সুখ হয়েছে পরবাসী।

ডুব দিয়েছি গহীন সাগরে
ঐ মনি মুক্তা পাইবার আসে,
লক্ষ্য মাত্রা যথাযথ থাকলে
বুদ্ধি বিবেচনা যে পরবাসে।

অল্প সুখের হাসির পরিবর্তে
পেয়েছি পাহাড় পরিমাণ সুখ,
লক্ষ্যমাত্রা দ্বিতীয় আকাশ
দেখি সপ্তম আকাশের মুখ।

চাচার বদলে বাবাই মধুর
যদি পাই খালার বদলে মা
এর চেয়ে আর ভাল কিরে
সুখের সাগরে ভাসাইছি ঘা।

মুখ ছিলো না সুখ পেয়ছি
অন্ধ,বোবার চাঁদের হাসি,
দু:খের হাটে সুখের ঠিকানা
জুলুমের বাজার পরবাসী।