লজ্জা যদি না থাকে (২৫০২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৫-২০২৪ ইং
====================
মানুষের লজ্জা যদি না থাকে
সে বেহায়ার মত কথা বলে,
এই ধরনের মানুষের দ্বারা কি
সংসার ধর্ম কর্ম কি চলে?

ওই লজ্জা নাকি ইমানের অংগ
যাহার লজ্জা শরম নাই,
তাহার মুখে কি ভালো মানুষের
ভালো আচরণ খুঁজে পাই?

সমাজে বে-শরমা মানুষ গুলো
সতত নিজের স্বার্থ ভাবে,
কথার দ্বারা বড় থাকতে চায়
নিজের কু-প্রবৃত্তি স্বভাবে।

ছোট বড়দের মান-মর্যাদা নিয়ে
যার মাথা ব্যথা ভাব নাই,
নিজের বড়ত্ব প্রকাশের জন্যই
রূঢ় আচরণ করে তাই।

মুর্খ বলে রূঢ়ভাষায় তর্ক করে
তাকে ছোট ভাবতে চায়না,
টাকা পয়সা রক্ষার জন্য তিনি
লজ্জা শরমের মাথা খায় না।

বেইমান আর স্বার্থপর লোকেরা
সব সময় নিজের ভাল বোঝে,
অন্যের ভালো না বুঝার জন্য
সে লজ্জা শরম আর না খোঁজে।