লাইলাতুল কদর (২৮১৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-০৩-২০২৫ ইং
=====================
লাইলাতুলকদর অতি উত্তম
হাজার মাসের চেয়ে,
মুমিন ইবাদতে মশগুল থেকো
থেকো না রাত্রী ঘুমিয়ে।
রোজার মাসে শেষ দশকের
বিজোড় কোন রাতে,
শবেই কদর নসীব হতে পারে
প্রিয় নবীর হাদিস মতে।
ওহে মুসলমান রাত্রী জাগরণে
ইবাদতে লেগে যাও,
নামাজ কোরান তাসবিহ পাঠে
প্রভুর কাছে ক্ষমা চাও।
উম্মতে মোহাম্মাদীর জন্য রাত
গুনা মাফের ইবাদত,
অতীতের গুনা পাপ ক্ষমা করাই
মুমিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত।
এই শবেইকদরের বদৌলতে যার
নসীব হবে গুনা ক্ষমার,
তাদের কাতারে আমায় রেখো
রাব্বুল আলামীন গফফার।