লাখ শুকরিয়া (২৩৯৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০১-২০২৪ ইং তাং
====================
বিপদে আপদে তার শুকরিয়া
আদায় করতে হবে,
আল্লাহ যাকে হেফাজতে রাখে
বিপদ আসবেনা তবে।
কেহর কঠিন বিপদের সম্মুখীনে
যদি বিপদে রক্ষা পায়,
মনে রাখবে আল্লাহর রহমাত
তাহার উপরে বর্তায়।
যদি গভীর সাগরে ঝড় তুফানে
ফিরে আসে কেউ কুলে,
সে যেন ওই মহান করুনাময়কে
যায় না সুখ-দু:খে ভুলে।
আল্লাহ যে রক্ষার সার্বিক মালিক
তাতে ভুল নেই একবিন্দু,
তার নামের উছিলায় পার পাবেন
বৃহত্তম মহাসাগর সিন্ধু।
অটো-বাইকের সামনে মুখোমুখি
হয়ে রক্ষা পেয়েছি আজ,
পরম করুনাময় আল্লাহর হুকুম
সতত আমার মাথার তাজ।