কৃতিমান (২২৯৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-১০-২০২৪ ইং
====================
এস,এম তুমি অসীম হয়ে
থাকো সবার মাঝে,
তোমাকে সবাই স্মরণ করে
সকাল দুপুর সাঁঝে।
তুমি চাঁদের মত আলোকিত
আলো বিলিয়ে যাও,
যুগ যুগান্তর আলোকবর্তিকা
জ্বালিয়ে রেখে যাও।
তোমার থেকে জ্বালিয়ে নিবে
নিভু প্রদীপের আলো,
আলোর পরশে ছুঁইয়ে ছুঁইয়ে
হয় যে আলো ভালো।
আজীবন যেন তোমার আলো
গনহারে ব্যবহার করে,
তোমার থেকে সুখ পেয়ে যেন
মাথে ছাতা হয়ে ধরে।