কথা দিলাম (২৫৪৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-০৬-২০২৪ ইং
=======================
মনের সব জমানো ভালোবাসা
প্রয়োগে নতুন বাসা,
অন্তরে অন্তরে বাগান সাজাই
প্রেম সাগরে ডুব দিয়ে গো
হরণ করে বাঁধিবো বাসা-
আচ্ছা করে মনের সানাই বাজাই।
প্রেমের পাগল ছিলে যে তুমি
তাইতো মন সঁপে দিলে,
দুজনে একত্র হয়ে ঘর করতে
রাতের পর রাত ফোনে,
কথোপকথন তোমার সাথে-
একত্রে দুজনের তরে মরতে।
উপহার হিসেবে কিছু পেলেই
অতি আবেগে গা ভাসিয়ে দিয়ে
আমায় জড়িয়ে ধরতে কত?
জীবনে ভুলেই সবার মন
গেয়েছো বহু প্রেমের গান-
অভিমানে হৃদয় করে ক্ষত।
গভীর রজনীর করা অঙ্গীকার
তুমি ভেঙ্গে দিলে বারবার,
করলে তুমি কত যে বেইমানী,
তোমার দেয়া আঘাতের দু:খে
মনটা ভোগে অহর্নিশ অসুখে
তাই তো দু,চোখে ঝরে পানি।
ভালোবাসায় হয় যদি কোন ভুল
তার দিতে হবে অনেক মাশুল,
যদি করতে প্রেমের আত্মহুতি
সাধুতার সন্নযাসের রূপ মনে
দেখা হবে পরপারে তোমার সনে-
যদি রাখতে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি।