কটাক্ষ (২২৭৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-১০-২০২৩ ইং
*********************
কটাক্ষ করে কথা বলছে
একজন অপরজনকে,
চাপা মেরে হেনস্তাও করছে
একে অপরের  মনকে।

ওই বিদেশীদের আস্বস্ত বানী
শুনে লাফ ফাল মারে,
মাঝে মাঝে সাহসের হাতছানি
অপরকে আক্রমন করে।

গায়ের জোরে তেড়ে আসছে
মারতে পারলে ছাড়ে না,
বড় স্যারের অভয় বানিতে
মোটেও ধৈর্য্য ধরে না।

নেত্রনালীতে সোনার মসনদ
পলকে পলকে হাতছানি,
উঠতে পারলে ওই মসনদে
কি করবো তোদের জানি?

কটাক্ষ করে বলছে আবার
পাইলে ক্ষমতার চেয়ার,
প্রতিশোধ নিবে আচ্ছামতন
থাকবে না জাগা যাওয়ার।

কি আশ্বাসে রঙ ফাল মারে
ভাবছে অজ্ঞতার দলে?
এমন ভাবে বাড়াবাড়ি করছে
মজা পাবি আনে ফলে।