কষ্টের প্রলাপ (২৭৪৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০১-২০২৫ ইং তাং
**************************
অনেক আঘাতে পুষে রেখেছি
আমার মনের বুকে,
কিছু কষ্টকে আটকে রেখেছি
মনের অযত্নে  লুকে।

আদর সোহাগ দেখানো যায় না
কিছু সোহাগ যায় না বলা,
পুষে যদি না রাখি এ বুকেতে
মনে রাড়ে শুধু ক্ষত জ্বালা।

যে ব্যথা গুলো একান্তই আমার
প্রিয়জনের পাওয়া উপহার,
যাবেনা করা এ বদন কুচকে ভার
তবে সব কিছু হবে ছারখার।

আমিও আছি তাহার সাথে একা
আলাদা কেউ তারা নয়,
আমি আপন তারাও আমার প্রিয়
এই বন্ধুত্বেই বড় পরিচয়।

প্রিয়জন হিসেবে ভাবি যে তাদের
আমাকেও তাদের প্রয়োজন,
আমার বিপদে তাদের আনন্দে
হাসি মুখে থাকি সারাক্ষণ।

আমি তাদের চিনতে পারে না
কেন বড় অচেনা লাগে?
নিজেকে নিজে চিনতে কেন যে
আমার অন্তরে ভয় জাগে।