কদর তালাশ করো (২৪৬৮ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৭-০৪-২০২৪ ইং তাং
===================
একুশ থেকে ত্রিশ রমজানের
বিজোড় তারিখের রাতে,
মুসলমান কদর তালাশ করো
মশগুল থেকো ইবাদতে।

আল্লাহর কাছে ক্ষমা চাইবো
বিশ্বের সকল মুসলমান,
সাতাশ তারিখের শ্রেষ্ঠ রাত
রাতের ইবাদত মূল্যবান।

এই রাতের ইবাদব যেকোন
রাতের মত সাধারণ নয়,
গভীর ইবাদতে ইবাদতে মগ্ন
থেকে ক্ষমা চাইতে হয়।

বিনয়ের সাথে শ্রেষ্ঠ এ রাতে
চাইলে পুরণ করবে প্রভু,
অবহেলায় কাটানো যাবে না
মূল্যবান এ রাতটি কভু।

এই রাতে নাজিল হয়েছিলো
ধর্মগ্রন্থ আল কোরআন,
তাইতো মহান আল্লাহ দিয়েছে
যে সহস্র রাতের সম্মান।

রাতে মোনাজাতে প্রভুর সাথে
সকলে তুলে দুই হাত,
কেঁদে কেঁদে ক্ষমা চাইবো প্রভু
আমরা পাই যেন নাজাত।

এই লাইলাতুলকদরের রাতে
বর্ষিত হয় প্রভুর রহমাত,
এই রাতে তালাশ কর সবাই
পাপ মোচনের খাঁটি পথ।