কষ্ট দেওয়া (২৬৩১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০৯-২০২৪ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
মানুষ হয়ে মানুষকে কষ্ট
মানুষের শোভা পায়,
আমি মানুষ অন্য জনকে
দিব সেবার উপায়।
নিজের দিকে খেয়াল রেখে
অন্যকে কিছু বলবো,
আমার দ্বারা যাহা সম্ভব না
অন্যকে দিয়ে চালবো?
আচার ব্যবহারে কষ্ট না পায়
আমি এমন কিছু করবো,
একচেটিয়া ক্ষমতা প্রয়োগে
নিজের আমিত্ব গড়বো।
জীবে যে জন করে যে প্রেম
সে জন সেবিছে ইশ্বর,
এমন কিছু রেখে যেও তুমি
এই সুন্দর ভুবন নশ্বর।
তুমি কষ্ট দিয়ে কি সুখ পাও
মানুষ হয়ে মানুষকে,
সুখ পেয়ে যদি লাভবান হও
দাও খেয়াল খুশীতে।