কিসের এত্ত অহংকার (২৭১০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-১২-২০২৪ ইং তাং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ওহে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ,করো কিশের অহংকার
ওই সৃষ্টিকর্তা নিয়ে গেলে,মানবজনম ছারখার।
তোমার জীবন কেড়ে নিবে, দেখবে না ধনরত্ন
বিদেশী দামী প্রসাধনী দিয়ে শরীরে নিলে যত্ন।

মৃত্যু তোমায় ছাড়বে না কভু দেখে ও ধন-রত্ন,  
টাকায় কেনা প্রসাধনী দিয়ে শরীরে নিলে যত্ন।
হঠাৎ করে ভুলো কেন তুমি এসেছিলে এই ভবে
শূন্য হাতে এসেছিলে ফের সাথে কিছু না যাবে।

যাহা কিছু তুমি পেয়েছো হেথায় ভবের সব দান
গর্ব ভরে অহংকার বারে বারে করোনা অপমান।
জগত মায়ায় স্বার্থের ছায়ায় ভুললেরে পরকাল
সুন্দর জীবন ধুলায় লুটাবে বঞ্চিত হবে ও সুফল।

দুই দিনের এ রঙিন জগতে কিসের এত্ত বাহাদুরি?
অললে পুড়ে ভষ্মিভুত হবে যত আছে জারিজুরি।
নিজের প্রসংশা ছেড়ে দিয়ে মালিকের কথা ধরো
চোখ বুজিলে সব পরে রবে আমার আমার ছাড়ো।

ওহে শশীবর তুমি হও পর আপন পরম সৃষ্টিশীল
অহংকার ছেড়ে ত্যাগিয়ে অর্থ তারে কর নির্ভরশীল।
অবনত মস্তকে ডাকো বারে বারে যিনি অনাথ বন্ধু
জীবন শেষে পরপাড়ে ওই প্রভু,ত্বরাবেন ভব সিন্ধু।