কিংকর্তব্যবিমূঢ় (২৩১৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-১১-২০২৩ ইং
==================
জলে নামলে কুমিরে খাবে
গাছে উঠলে খাবে বাঘে,
এমন অবস্থায় পরলে মানুষ
তারা কোন দিকে যাবে?
সতের বছরের মনোব্যধিতে
জ্বলে পুড়ে যাচ্ছে দেহ,
কেউ ভুগছে আবার ভাইরাসে
তাদের দেখার নেই কেহ।
বিজ্ঞ ডাক্তারের উপস্থিতি পেয়ে
মনে শক্তির  সঞ্চার হলো,
এক চোখা ওবা কোবার ভয়ে
ডাক্তার হুর গুটিয়ে নিলো।
এখন  কোথায়  যাবে কি করবে?
ওরা সিদ্ধান্ত হীনতায় ব্যকুল,
আমও  যাবে নাকি ছালাও যাবে
তাই কিংকর্তব্যবিমূঢ়ে অকুল।