কিছু স্বার্থপর মানুষ (২৪৫৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০৩-২০২৪ ইং
====================
সমাজে স্বার্থপর মানুষ আছে
ঠেকলে ভাইরে ডাকে বাপ,
ওদের বিপদ উদ্ধার হয়ে গেলে
ইয়া নফসি বলে করে মাফ।

স্বার্থের জন্য যা কিছু দরকার
একবাক্যে মেনে নেয় তারা,
স্বার্থ হাসিল হয় যদি  তাদের
আর কাছে ভীরে না তারা।

স্বার্থের টানে প্রিয়জন ও নাকি
সুযোগে পেলে দূরে সরে,
মহাবিপদে আটকে গেলে তারা
চুপিসারে এসে পা ধরে।

যদি স্বার্থের বেড়াজাল না থাকিত
ধরায় হইতো না টানাটানি,
স্বার্থ ফুড়িয়ে গেলে গোপন কথা
হাওয়ায় করে জানাজানি।

স্বার্থের জন্য  হিংসা বিদ্বেষ কেউ
স্বেচ্ছায় স্বার্থ ত্যাগ করে না,
মিলেমিশে বসবাস করার তাগিদে
স্বার্থ কেউ,কাউকে ছাড়ে না।

স্বার্থে নিজের ভালো চোখে দেখে
অন্যের বেলায় চোখ অন্ধ,
কেউ স্বার্থ ত্যাগ করতে চায় না
তাই এই সমাজে দ্বিধাদ্বন্দ্ব।