নিতে হলে দিতে হয় (২৩০৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-১০-২০২৩ ইং
***********************
প্রবাদ শুনেছি দাদীর মুখে
তার মেয়ের বাড়িতে,
ধার চেয়ে ধার পাওয়া যায়
কিছু থাকলে হাড়িতে।
শ্রদ্ধা সম্মান পেতে হলেও
আদর স্নেহ দিতে হয়,
এই দেয়া নেয়ার বিনিময়ে
সম্পর্কটা গাড়ো হয়।
কিছু একটা নিতে হলে যে
আগে দেয়াটা ভাবুন,
শুধু নিবেন দিবেন না কিছু
ভাবনাটা রদ করুন।
এই দেয়া নেয়ার বেড়াজালে
আবদ্ধ গোটা জাতি,
ভুলে যদি ভুল করে থাকেন
দু,য়ের হবে বহু ক্ষতি।
রক্তের সম্পর্ক ছিন্নের পথ
এই দেয়া নেয়ার মাঝে,
কিছু নিতে হলে, দিতে হয়
নচেৎ সম্পর্ক হয় বাজে।