কি করে বাঁচি?(২৭৪২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০১-২০২৫ ইং
==================
প্রিয় তোমার মনের মতন
কোন দিন হতে পারবো?
পথের কাঁটা হয়ে যদি যাই
তবু ভালোবেসে ছাড়বো।

তুমি যে হলে সুখের পাখি
সতত মেঘে মেঘে উড়ো,
পৌষের হিমেল হাওয়ায়
মত শরীর শীতল করো।

তুমি আমার শেষ ভরসা
বেঁচে থাকার অক্সিজেন,
স্বপ্ন হয়ে অন্তরের মাঝে
গড়লে তুমি নতুন ভবন।

ভুল বুঝিলে ফিরবে তুমি
জানি আমার শূন্য বুকে,
তোমায় নিয়ে শত বছর
আমি থাকবো মহাসুখে।

একে অপরের বন্ধু হয়েই
জনম পাশে থাকতে চাই,
যত বড় বাঁধা আসুক না
তবুও তোমায় যেন পাই।

আমার মন তোমার প্রেমে
পাগলের মত হয়ে আছে,
তুমি বিহনে আমার জীবন
বলো কেমন করে বাঁচে।