কি যে পেলাম! (২৮০৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০৩-২০২৫ ইং
======================
প্রিয়তমা তুমি ভালোবেসে মোরে
দিয়েছিলে গোলাপ কলি,
আজ কেন তুমি সেই ভালোবাসাকে
দিলে নিজের হাতে বলি।
ওহে প্রিয়তমা আপন করে ভালোবেসে
তুমি ডেকেছিলে মোরে কাছে,
আজ কেন এত্ত আদরের ভালোবাসা
অযত্নে রেখেছো সবার পাছে।
তুমি প্রিয়তমা আজীবন ভালোবেসে
পাশে রাখার করেছিলে শপথ,
কেন আজ আমাকে দূরে ঠেলে দিয়ে
পরিষ্কার করলে তোমার পথ।
ওগো প্রিয়তমা তুমি ভালোবেসে মোরে
সঁপে দিয়েছিলে মন ও প্রাণ,
কোন অপরাধে আমায় পর করেছো?
দিয়ে গেলে লাঞ্চনা অপমান।
প্রাণের প্রিয়তমা ভালোবেসে তুমিতো
করেছিলে মনের রাজ্যের রাজা,
আজ কেন তুমি দিয়ে যাও অপবাদ
দিলে আমায় মস্তবড় সাজা।
ভালোবেসে শ্রেদ্ধেয় প্রিয়তমা আমি
পেলাম কত লাঞ্চনা ও দ:খ,
আমি তোমার জন্য আর্শীবাদ করি
হয় যেন জন্ম জন্মান্তরের সুখ।