খুশীর স্বপন (২৭৩১ তম)
এম,এ,সালাম (সু ও ছন্দের কবি)
৩১-১২-২০২৪ ইং তাং
=====================
কাঠের আগুনে পুড়ে মালামাল
কষ্টের অনলে পুড়ে মন,
কাঁচের টুকরোর মত মন ভেঙ্গেছে
উভয়ে ভুল বুঝে যখন।

কত অজানা স্বপ্ন দেখে গড়েছিলে
তুমি সোনার এ সংসার,
তোমার বাগানে ফুটেছিলে হাজার
রঙের ফুল কলির বাজার।

চিতার কাষ্ঠের প্রজ্জ্বলিত আগুনে
জ্বালিয়ে পুড়িয়ে ভষ্ম জীবন,
শয়নে স্বপনে মনে পরলে তোমারে
সদা কাঁদে আমার পুরা মন।

চোখের অশ্রুতে ভাসতে থাকে মন
জলে বালিশ ভিজে সারাক্ষণ,
তুমি এত পাষাণ কেমনে হলে বন্ধু
বুঝেছি বেঁকেছে তোমার মন।

মার্কার টেনে কলঙ্কের দাগ দিয়েছো
কাঁচ ভাংগা রেখার মতন,
মন বলছে তুমি আজ সুখে নেইকো
ওরে বন্ধু আগের মতন।

শুনতে পাইলাম তুমি হারিয়েছো নাকি
আগের ভরা অপরূপ যৌবন,
তুমি কিসে মজে  কর এত্ত অহংকার
আজ মরলে কাল গত তখন।

হাটি হাটি পা পা করে সময় যাবে
তুমি কষ্টে কাঁদিবে যতক্ষণ,
এই জীবনে আর কি আসিবে প্রিয়?
তোমার হৃদয়ে খুশীর স্বপন।