খুশির প্রীতি (২৭২৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-১২-২০২৪
=====================
কিছু পেতে হলে কিছু দিতে হয়
এটাই এই ধরনীর রীতি,
সম্মান পাবে যদি সম্মান দাও
মনে বহিবে খুশীর প্রীতি।
মধুর আচরণে ফিরতি স্নেহ
দ্রুতগতিতে ফিরে পাবে,
কঠোর পরিশ্রমে সফলতার
হিস্যা তোমার প্রীতি রবে।
কথোপকথন হৃদয়ের সুখটি
ছুটে সব মানুষের সনে,
আনন্দ খুশীর জীবন যাপনে
ভালোবাসা জাগে মনে।
কঠোর পরিশ্রম সততার গুনে
মানব জীবনে আসে সুখ,
আনন্দ বেদনার সুন্দর ধরণীতে
সুখের হাসিতে ভরে বুক।
রঙ্গ মঞ্চের এই সুন্দর পৃথিবীতে
সকলে মিলেই করো কাজ,
সফলতার খুশীর জীবন জোয়ারে
থাকবে না কোন লাজ।