খুকির ঘুম (২২৯১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-১০-২০২৩ ইং
=================
মা,মনির ঘুম ভেংগে নি
হয় নি এখনও ভোর,
ভাংছে ঘুম সূর্যের ছোঁয়ায়
সে তখন খুলছে দোর।
রবির আলোর উষ্ণ তাপ
পরছে মা,মনির গায়,
মা,মনি তখন ব্রাস করে
সে নিজের কাজে যায়।
ভোরের বাতাস স্নিগ্ধাকাশ
স্বাস্থ্যের জন্য যে ভালো,
সাথে চা আর বিস্কুট খেতে
পারলে লাগে খুব ভালো।
পিতা মাতার মত আদরে
সোহাগে গড়লে জীবন,
সকলের সাথে একত্বতায়
প্রফুল্ল থাকে দেহ-মন।
রাগন্বিত হয়ে করলে শাসন
মা,মনি যে পায় ভয়,
শিশু-সুলভ মনে আঘাতেই
হিতে বিপরীত হয়।
বয়সটা কম বলে মা,মনিকে
দেই না রাগ আর চাপ,
মায়ের সব ধরনের অপরাধকে
করে দেই মার্জনা মাফ।