ক্ষতবিক্ষত মন (২৮১৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-০৩-২০২৫
===================
জীবনের পথ কত কন্টকময়
পথ চলাচলে শক্তি ক্ষত হয়,
পদ ক্ষতে ঝরে নয়নের জল
হারানো স্মৃতি বেদনায় ঢাকা
জীবনের পথ হলো কত বাঁকা
হৃদয়ে নামবে বিষাদের ঢল।

মনে পড়ে কত সুখ স্বপ্ন স্মৃতি
হৃদয়ে লাগে তীর বিঁধা ভীতি,
মনে পড়ে সেই সুখময় স্মৃতি
তীর বিঁধা বুকে লাগে ব্যথা ভীতি
হৃদয়ের ভিতরে ক্ষতবিক্ষত
হৃদয় ও মন পুড়ছে অবিরত।

বেদনার নীড়ে ঠাঁই হলো মোর
স্থবিরত আলোক উজ্জ্বল ভোর,
অনলে পুড়ে ছাড়খার হয়ে মরি
কাটা যুক্ত পথে দিয়েছো যাতনা
হারিয়ে গেছে সব কামনা বাসনা
সলিলে ডুবেছে সুখের তরী।

স্মৃতি গুলো আজ উদিত হৃদে
বেদনায় জ্বালা অন্তরে বিঁধে,
লালিত দুস্বপ্ন কী যাতনা বুকে
ওগো সজনী আজ তুমি দূরে
কঠিন যাতনায় হৃদ যায় পুড়ে
সু -আলাপন নেই মোর মুখে।