ক্ষমতার অপব্যবহার (২৩২৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-১১-২০২৩ ইং
************************
গাছে উঠাবে আম পারাবে
আর ছালা ভরবে তুমি,
গা যাবে ঘেমে নিচেতে নেমে
আম একটাও নেই ভুমি।
ওই ঘানি ঘুরালে মুলা ঝুলায়ে
গাঁধা মুগ্ধ মুলার ঘ্রাণে,
দিলে না কিছু ঘুরে আশার পিছু
গাঁধার কি আছে প্রাণে?
কায়িক শ্রম করাও ভুলে ভ্রম
কিছু একটা দিবে বলে,
দিন শেষে কিছু পাবার আশে
ফিরছি শূন্য হাতে চলে।
জোর খাটিয়ে বিবেক বিকিয়ে
নিজ স্বার্থ কর চরিতার্থ,
ধরাধামে ধুমধামে পেট পুড়িয়ে
খাওয়ার আছে কি অর্থ?
ক্ষমতা পাইয়া প্রভাব খাটাইয়া
অপব্যবহার করে যাও,
খাটলাম সারাদিন কিছু দিলে না
বুঝেছো সব যাবে ফাও।
সব নিলে তুলে মানিব্যাগ ফুলে
ভাব, কার পরিশ্রেমের মূল্য,
সব একদিন দিবে লাভে-আসলে
সেদিন হবে তাদের সমতুল্য।