ক্ষমতা ও দূর্ণীতি (২৩৯১ তম)
এম,এ,সালাম,(সুর ও ছন্দের কবি)
২১-০১-২০২৪ তম
====================
ক্ষমতা ও দূর্ণীতি এক পাড়াতে থাকে
বাংলায় এই কথাটি মিথ্যা নয়,
কেহ বলে ওই ক্ষমতা দিয়ে  দূর্নীতিকে
কেহ বলে দূর্নীতি ক্ষমতার জয়।
দূর্নীতি যদি ক্ষমতায় আসার একমাত্র
হাতিয়ার মানুষ ভাবে মনে মনে,
এমন উপয়ে ক্ষমতায় আসলে কেউ
সে দূর্নীতি করবে সবার সনে।
ক্ষমতার অপব্যবহার দূর্নীতির শামিল
ক্ষমতা,দূর্নীতির অর্থ অমিল,
নয় ক্ষমতা নয় দূর্নীতি এটাই সত্যিকথা
নিজ স্বার্থ চরিতার্থের সামিল।
ক্ষমতা চেয়ারে বসে যা ইচ্ছে তা করে
যুগ যুগ ধরে এমন শোনা যায়,
ক্ষমতার অপব্যবহার আর দূর্নীতি যে
দেশ সমাজ জাতির অবক্ষয়।