ক্ষমতা বিনয়ের বিপরীত (২৩৮৬ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৬-০১-২০২৪ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°
বলছে মায়ে ক্ষমতা নাকি
বিনয়ের বিপরীত,
চেয়ারে বসিলে গা গরমে
হিতে হয় বিপরীত।
ক্ষমতা পাওয়ার পূর্বরূপ
মধুর মতন আচরণ,
ক্ষমতা পাইলে ভাবসাবে
বুঝি জানে ব্যাকরণ।
ক্ষমতা পাওয়ার পূর্বকালে
বারে বারে ফোন দেয়,
ক্ষমতা পেয়ে ফোন দেয়না
ফোনের রিসিভার ক্ষয়।
বক্তৃতার মঞ্চে কি বলেছিলে
তোমার মনে কি পড়ে?
এত তাড়াতাড়ি কেমন করে
মুখ ফিরে নেও ঘরে।
আসলেই মঞ্চে নাকি নাটক
মঞ্চায়ন,মঞ্চে সীমাবদ্ধ,
সেই বীজ গনিতের সুত্রধরে
জনগন আজ বাকরুদ্ধ।
সত্য কথা বলা যে যায় না
মুখে শুধু তাওবা তওবা,
ক্ষমতার বিরুদ্ধে মুখ খুলিলে
সে শশুর বাড়ি যাইবা।