কল্যানের পথে (২৪৪২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০৩-২০২৪ ইং
====================
কল্যানের পথে  কাজ করো ভাই
তুমি কাউকে কষ্ট দিও না,
তুমি ক্ষমতার  অপব্যবহার করে
মানুষের বদ্দোয়া নিও না।

মুসলমান হয়ে এক ভাই এক ভাইকে
কষ্ট দিলে কেমন মনে লাগে?
মনের কোনে ধর্মীয় অনুভুতির মাত্রা
মুসলিম একটু হলেও জাগে।

ওহে খেয়ালীপনার বশিভূত হয়ে মানুষ
কাহারো মনে আঘাত দিও না,
কাহারো কাছ থেকে অগনিত অসংখ্য
লাঞ্চনা বঞ্চনার মালা নিও না।

দ্বীনের খাতিরে ধর্ম কর্ম পরিচালনায়
মানব কল্যাণে মনোযোগী হও,
নিজের স্বার্থ হাসিলের জন্য মুসলমান
কষ্ট দেয়ার থেকে বিরত রও।