খেক শিয়ালের কাণ্ড((২৬১৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০৯-২০২৪ ইং তাং
===============
গাঁধার পিঠে সওয়াব হয়ে, চলছে রাজা মশায়
পিছে পিছে ছুটছে বানর কিছু পাবার নেশায়।
দুই পাশেতে দাঁড়িয়ে আছে ফুলের তোড়া লয়ে
অভিনন্দন জানায় সবাই সুফল আনবে বয়ে।
হা হা হি হি করছে শিয়াল বাঘের সন্ধান নাই
বনের সবে বলছে মোরা সিংহ মামারে ভয় পাই।
গাঁধার পিঠে চেয়ে দেখরে বসা সিংহ মামা নাকি
শিয়াল মশায় মাইক বাজিয়ে ফাঁকি দিচ্ছে নাকি।
ভয়ে ভয়ে কাপছে ঘোড়া ভাল্লুক সহ যারা আছে
ফুল ছিটানো শুরু কর নচেৎ জীবনটা যে মিছে।
ফুল ছিটাচ্ছে মিছিল দিচ্ছে করছে বা হা বা হা
মিটি মিটি হাসছে রাজা,সবাইর মুখে আহা আহা।
মেধাবী সব পশুপাখি সবাই সোচ্চার হয়ে উঠছে
বাঘ মামার চার পাশেতে সবাই ঘুর ঘুর করছে।
শিয়াল গিয়ে সিংহের কানে,বলছে সিংহের কথা
ব্রীজের নিচে পানির মধ্যে এক সিংহ দেখছি যথা।
আপনাকে সে ভয় পায় না,পাইলে থাপ্পড় মারবে
আপনাকে সে বন জঙ্গলের পাইলে কিন্তু ধরবে।