খারাপ লাগলেও সত্য (২৫২১তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-০৫-২০২৪ ইং
=====================
অন্যায় জুলুমের প্রতিবাদ কর
কঠিন সৎ সাহস নিয়ে,
অসহায় দুর্বলদের সাহায্য করো
তোমার উদর মন দিয়ে।
তুমি ধমক দিয়ে কথা বলো না
ঠান্ডা নরম সুরে বলো,
কোন সময় যে দম ফুড়াবে?
সেই ধারণা নিয়ে চলো।
ক্ষুদ্র জীবনে বড়াই করতে নাই
মানুষ হয় নরমের যম,
মনে রেখো মুহূর্তেই যাইতে পারে
মরণশীল মানুষের দম।
মানুষ ধন সম্পত্তি নিয়ে কখন ও
তুমি করো না বড়াই গৌরব,
সকালের রাজা বাদশার অহংকার
বিকেলে ফকির গরীব সব।
নিজের স্বার্থে ভোগ বিলাস নয়
অন্য মানুষের সামান্য ক্ষতি,
অপরাধী হবে জীবন হবে দূর্বিসহ
তোমার থাকবে না কোন গতি।
মানুষ অন্যকে বোকা বানাতে যদি
তুমি নিজকে ভাবো বুদ্ধিমান,
যে কোন ভাবে হেও প্রতিপন্ন হবে
যেতে পারে যে মান - সম্মান।।