কেউ জানে না (২২৮৪ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০৬-১০-২০২৩ ইং
=======================
গোপন খবর কেউ জানে না
যার জন্য ভাগ্য ভালো,
তুমি না জানিয়া না শুনিয়া
কেন এমন ভাবে ফালো?
যদি গোপন খবর শুনতে চাও
চাঁদের হাটে ড্রোন লাগাও,
রহস্য সকল বেরিয়ে আসবে
যদি সামিয়ানাটাও টানাও।
কোন গর্তে কোন সাপ আছে?
মোসলেম দাদু দেখিতেছে,
লাফাও ফালাও চাপা বাজিতে
দেশটা নাকি কাঁপিতেছে।
এতদিন দেশ কাঁপেনি থরে থরে
এখন নাকি কাঁপছে ডরে,
ওরা অবস্থা দেখবে না ধৈর্য্য ধরে
আর ক'টাদিন সবুর করে।
কেউ জানে না ভবিষ্যৎ কোথায়?
ছিলো যেথায় আছে তথায়,
কেহ বলছে আবার দড়জা খোলা
নিষেধ নেই যাইতে সেথায়?