কেরামতি (২৫১১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০৫-২০২৪ ইং
======================
স্পিকার পেলে অমায়িক দাদা
বিনা হিসাবে বলতে থাকে,
তাহাকে থামানোর সাহস নেই
কথার পিছনে কথা রাখে।
কখন যে শেষ করবে স্পিকার
উপস্থিত কেউ জানে না,
মাইক সে একবার হাতে পেলে
আর ছাড়তে যে চায় না।
ভাসনের সময় চোখ বুঝে যায়
সামনে অবস্থা দেখে না,
সামনে যে কোন শ্রোতা নেই রে
অমায়িক দাদা জানে না।
বক্তৃতার ফাঁকে তাকিয়ে দেখেন
সুধীজন মাত্র দুই একজন,
দাদার খেয়াল সামনে ভক্ত শ্রোতা
তার কথা শোনেন দিয়া মন।
দাদায় কথায় কথায় ধাঁধা ছাড়েন
কোন সে বাঁধা মানে না,
কোথায় কখন কি বলতে হবে?
দাদায় সে কথা জানে না।