কেন ছাগল কিনলাম?(২৫৫২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০৬-২০২৪ ইং
=====================
ছাগল কিনে ভোগে পরলাম
কোরবানি দেবার তরে,
আমি না হয় বেশী দামে কিনছি
যা ফেইসবুক ভাইরাল করে।
আত্মতুষ্টির তরে কয়টা গরু কিনে
দিলাম ত্যাগের কোরবানি,
বউ শাশুড়ীর নামেও ত্যাগ দিলাম
গরীর দু:খী খেতে পারে জানি।
আমার কোরবানির দামের অনুপাত
হয় তো আয়ের চেয়ে একটু বেশী,
প্রতিবছর তো এভাবেই কোরবানী দেই
এবার ছেলে ছাগল কিনে করল ভুল,
যেই ভুলের দামে কিনে দিলাম লাঞ্চনা
বঞ্চনা আর অসম্মানের মাশুল।
হায়রে ছাগল তুই কেন করলি পাগল
এখন আমার কি উপয়া যে হবে,
ভুলের খেসারতে দেশবাসী,মিডিয়ায় কাছে
আজ কি জবাব দিব তবে?