কেন বাজে হইলি?(২৩০২তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-১০-২০২৩ ইং
***************************
আকাশ বাতাস সবখানে শুনি
তোদের গোপন কথা,
মুখে মুখে সবার খই ফুটে যেন
যা ঘটছে রটছে যথা।

গোপন কথা নীলের মাঝে লাল
আপন বর্ন সাদা কালো,
পিতা মাতার কানে পৌছিলেই
লোক লজ্জায় হবে কালো।

ওই মুখখানা দেখে বুঝা যায় কি
তোদের মনের মাঝে কি?
ওই চেহারায় তো ছাপ পরে নাই
মনের আসল অবস্থাটি।

তোদের চাল চলনে কথায় বলনে
বুঝা যায় তোদের রঙ্গো,
শিক্ষালয়ের শাসনতন্ত্র গঠনতন্ত্র
তোদের কাজেই হয় ভঙ্গ।

ভালো হইতে কোন পয়সা লাগেনা
লাগে সত্য সুন্দর একটা মন,
তোদের মনো কোণের অবস্থাটায়
পরছে মরিচার মত জং।