কেমনে ফুঁসে উঠাবে?  (২৬২৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০৯-২০২৪ ইং
************************
কেমনে তৃণমূল ফুঁসে উঠবে
তাদের মুখে বুকে ব্যথা?
বড় বড় পদ পদবীর নেতায়
বিকাইছে তাদের মাথা।

নেতার সমর্থন নেই বিধায়
বিপদের সম্মুখীন দল,
কোন উপয়ে তৈরী করবেন
তৃনমুলের গায়ে বল।

তৃণমূল আজ ফুঁসে উঠে না
তাই চাংগা হয়না দল,
দলকে চ্যাংগা করতে হইলে
ঢালো তাদের পায়ে জল।

উন্নায়নের জোয়ারে ভাসছে
দেশের সেতু রাস্তাঘাট,
সাথে  সাথে উন্নায়ন হইছে
এমপি মন্ত্রীর স্বার্থচাট।

তৃণমূলকে জিজ্ঞাসা করিলে
বলে প্রতিশ্রুতিটা ক্ষুন্ন,
দলিল লোকের কদর নেই যে
তাই দলের চিত্রটা ভিন্ন।