কেমনে বিশ্বাস করি(২৭২৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-১২-২০২৪ ইং তাং
===================
বিশ্বাস করে মেয়ে দিলাম
বোনের ছেলের কাছে,
সবাই বলছে সেথায় নাকি
স্বার্থ জড়িয়ে আছে।
সেথায় জনসংখ্যা বৃদ্ধিটা
নাকি বছরের পর বছর,
জনসংখ্যা বৃদ্ধি না করলে
নানা যুক্তিতে হয় কসর।
বোনের ছেলেকে বিশ্বাস
না করলে করবো কাকে?
বিশ্বাস ভংগের কারন কি
অবিশ্বাস ডুকছে ফাঁকে।
ভাইগ্নার মধ্য স্বজনপ্রীতি
লক্ষ্য করছে সবাই,
রাতের আঁধারে শত্রুধরে
করছে নাকি জবাই।
যাকেই বিশ্বাস করি সে যে
নিজের আখের গোছায়,
সুযোগে স্বার্থ চরিতার্থ করছে
কালো কালির খোছায়।
ফ্যাক্ট: চলমান পরিস্থিতি।