কাঁটার আঘাত (২৭৪২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০১-২০২৫ ইং
***********************
চোখের কোণে অশ্রুর বন্যা
মনের মাঝারে বাস,
তুমি ছাড়া মন বিরহ ব্যথায়
এ জীবনটা হল নাশ।

বুকটা ভেঙ্গে খান খান হলো
তবুও জান বাঁচতে হয়,
রোজ নিশিতে এ হৃদয় শুধু
শুধু তোমার কথা কয়।

তুমি যে থাকো অনেক দূরে
কষ্টে মনে আমার দুখ,
মনটা ভাসাই চোখের জলে
সদা নিজের ভাঙ্গা বুক।

ভোমর পাগল ফুলের প্রেমে
ভ্রমর মানে না যে বাঁধ,
কাটার আঘার সহ্য করেও
সে নেয় যে মধুর স্বাদ।

মরণ নিশ্চিত জেনেও বিহগ
আগুন দেখে দেয় ঝাঁপ,
দূরে আগুন দেখে সুখ ভেবে
ঝাঁপ দিলে পায় না মাফ।